সরাইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জামায়াত প্রার্থীর

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. মোবারক হোসাইন সরাইলের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (৮ জুলাই) রাতে সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. মোবারক হোসাইন বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। তাদের লেখনীর মাধ্যমে সত্য প্রকাশিত হয়। ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে ১৭ বছর ধরে জামায়াতের নেতাকর্মীরা যেমন নির্যাতিত হয়েছেন, তেমনি সাংবাদিকরাও হামলা-মামলা ও হয়রানির শিকার হয়েছেন।”
তিনি বলেন, “ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে সরকার পালানোর পথে। আমাদের দলের দুইজন সাবেক মন্ত্রী সততা ও দক্ষতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। জামায়াত ক্ষমতায় গেলে ন্যায়নীতি প্রতিষ্ঠা হবে, সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবেন।”
সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা জামায়াতের আমির মো. এনাম খান। সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান জাবেদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সরাইল উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি এডভোকেট মনিরুজ্জামান মনির ও জেলা জামায়াতের আইন ও মিডিয়া বিষয়ক সম্পাদক মো. রোকন উদ্দিন।
কোরআন তেলাওয়াত করেন সরাইল সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি খন্দকার বরকত উল্লাহ মিন্টু।
সভায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত থেকে মতামত ও প্রশ্ন তুলেন।