গোপালগঞ্জে নবম শ্রেণির ছাত্রী নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার

মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।। গোপালগঞ্জ শহরে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। থিয়েটার রোড এলাকার নবম শ্রেণির ছাত্রী টুই কর্মকার (১৫) গত ২৩ জুন থেকে নিখোঁজ রয়েছে। তার খোঁজে দিশেহারা হয়ে পড়েছে পরিবার ও এলাকাবাসী।
জানা গেছে, টুই কর্মকার গোপালগঞ্জ শহরের যুগশিক্ষা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। পরিবারের সদস্যরা জানায়, ওইদিন সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে প্রতিদিনের মতো কোচিং-এ যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় টুই। কিন্তু এরপর আর বাড়ি ফিরে আসেনি।
পরিবারের সদস্যরা বিভিন্ন আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও পরিচিতদের বাসায় খোঁজ নিয়ে কোথাও তার সন্ধান পাননি। মেয়েটির বাবা তপব্রত কর্মকার তপু বলেন, “আমাদের মেয়ে খুবই শান্তশিষ্ট। এমন হঠাৎ করে নিখোঁজ হওয়ায় আমরা দিশেহারা হয়ে পড়েছি।”
নিখোঁজ টুই কর্মকারের বর্ণনা অনুযায়ী, তার গায়ের রং ফর্সা, মুখমণ্ডল লম্বাটে, মাথার চুল কালো এবং চুলের দৈর্ঘ্য আনুমানিক ১৮ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও কালো গেঞ্জি।
পরিবারের পক্ষ থেকে গোপালগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত চলছে এবং মেয়েটিকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।”
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। পরিবারের সদস্যরা মেয়েটির সন্ধান পেতে সকলের সহযোগিতা চেয়েছেন। কেউ যদি টুই কর্মকারের সন্ধান পেয়ে থাকেন, তাহলে ০১৯৩৪৩১৮১৪১ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।