শেখ হাসিনা দলের নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছিল বারবার: আফরোজা আব্বাস

বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, “শেখ হাসিনা বারবার তার নেতাকর্মীদের ফেলে দেশ ছেড়েছেন। অথচ বেগম খালেদা জিয়াকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল।”
মঙ্গলবার (৮ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে মহিলা দল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত কর্মিসভায় এসব মন্তব্য করেন তিনি।
আফরোজা আব্বাস বলেন, “ওয়ান-ইলেভেনের সময় শেখ হাসিনা ১৮ কোটি মানুষকে বিপদে ফেলে দেশ ছেড়ে পালান। তারপরও নিজেকে ‘জনগণের মা’ দাবি করেন! কোন মা সন্তানকে ফেলে পালায়?”
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমান নারীদের গার্মেন্টসে চাকরির সুযোগ দিয়ে ক্ষমতায়ন করেছেন। নারীরা সংসার চালানো থেকে রাজনীতি পর্যন্ত সবখানেই ভূমিকা রাখছে।”
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের এমপি ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আক্রমণ করে তিনি বলেন, “তিনি মানুষকে মামলা-মোকদ্দমায় জড়িয়ে ঘরছাড়া করেছেন, ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছেন। আজ তার বিচার শুরু হয়েছে।”
‘৩১ দফা রূপরেখা’ প্রসঙ্গে তিনি বলেন, “এটা একটি নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা। যেখানে আইনের শাসন, কৃষকের ন্যায্য মূল্য ও গণতন্ত্র প্রতিষ্ঠার পরিকল্পনা আছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া। বক্তব্য দেন কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি ও মহিলা দলের শীর্ষ নেতারা। বিপুলসংখ্যক নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।