সরাইলে ময়না হত্যার বিচার দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড এলাকায় শিশু ময়না আক্তারকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে ‘বিশ্বরোড ছাত্র ঐক্য, ব্রাহ্মণবাড়িয়া’ এবং ‘সরাইল সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের কিছুটা বিলম্ব হলেও কর্মসূচি শুরু হলে মহাসড়কজুড়ে জড়ো হন শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী। ‘ময়না কবরে, খুনি কেন বাহিরে’—এই স্লোগানে প্রকম্পিত হয় পুরো সরাইল বিশ্বরোড। মানববন্ধনে বক্তারা শিশু ময়নার নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “ফুলের মতো নিষ্পাপ একটি শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অথচ খুনিরা এখনও ধরা-ছোঁয়ার বাইরে। এটি বরদাস্ত করা যায় না।”
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
কী ঘটেছিল ময়নাকে নিয়ে? গত রোববার (৬ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলী পাড়া জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে শিশু ময়না আক্তারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ৯ বছর বয়সী এই শিশুটি বাহরাইনপ্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
এর আগের দিন, শনিবার (৫ জুলাই) বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় ময়না। পরদিন তার লাশ উদ্ধার হওয়ায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে আসে।