রাজবাড়ীতে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা -২০২৫ অনুষ্ঠিত

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৫। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই বিশেষ কার্যক্রমে ছিল নানা আয়োজন।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল থেকেই রাজবাড়ী শহরে ছিল উৎসবমুখর পরিবেশ। সকাল ১০টায় জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ এর যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আজাদী ময়দান পর্যন্ত গিয়ে শেষ হয়।
পরে জেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর সামাজিক বন বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুস ভূঁইয়া। তিনি বলেন, “পরিকল্পিত বনায়ন আমাদের পরিবেশ রক্ষার প্রধান হাতিয়ার।”
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। তিনি বলেন, “পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। এ উদ্যোগে সবাইকে সম্পৃক্ত হতে হবে, তাহলেই গড়ে উঠবে সবুজ বাংলাদেশ।”
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ, রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শহীদুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার।
সভায় বক্তারা বলেন, গাছ আমাদের জীবনে অক্সিজেনের যোগান দেয়, পরিবেশ রক্ষায় সাহায্য করে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ পরিবেশ সচেতন নাগরিক ও শিক্ষার্থীরা। বক্তারা জানান, এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখে এবং নতুন প্রজন্মকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করে।
প্রসঙ্গত, প্রতিবছরই দেশের বিভিন্ন জেলায় এই ধরনের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আয়োজন করা হয়। এতে সাধারণ মানুষের মাঝে পরিবেশ সচেতনতা বাড়ে এবং তারা বেশি করে গাছ লাগাতে উৎসাহিত হয়।