মাহাবুব সুলতান, গোপালগঞ্জ।। গোপালগঞ্জের কোটালীপাড়ার জিরো পয়েন্ট এলাকায় গোপালগঞ্জ-পয়সারহাট আঞ্চলিক মহাসড়ক ভয়াবহ অবস্থায় পড়েছে। বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছে, ঘটছে দুর্ঘটনা।
বিশেষ করে কোটালীপাড়ার পশ্চিমপাড় অংশে রাস্তার অবস্থা সবচেয়ে খারাপ। অটোরিকশা, ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেল প্রায়ই উল্টে যাচ্ছে। বর্ষায় পানি জমে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে।
এই রাস্তা দিয়ে প্রতিদিন অন্তত সাতটি স্কুলের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী যাতায়াত করে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে অভিভাবকরা দুশ্চিন্তায় রয়েছেন। শিক্ষক ইদ্রিসুর রহমান বলেন, “প্রতিদিন চোখের সামনে দুর্ঘটনা ঘটছে, খুবই ভয়ংকর পরিস্থিতি।”
ভ্যানচালক জামির মোল্লা বলেন, “প্রতিদিন এই রাস্তা দিয়ে চলতে ভয় লাগে, মনে হয় আর ফিরতে পারবো না।” পরিবহন শ্রমিক আলম মিয়া জানান, “বর্ষায় রাস্তাটি আরও ভয়াবহ হয়ে ওঠে, চলাচল প্রায় অসম্ভব।”
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ জানান, সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও পাওয়া গেছে। তবে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলামের সাথে যোগাযোগ সম্ভব হয়নি।
স্থানীয়রা বলছেন, দ্রুত সংস্কার না হলে বড় দুর্ঘটনা অনিবার্য।