প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ২:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৫:৩৪ এ.এম
বাকৃবিতে অনলাইন চাকরি আবেদন ব্যবস্থা চালু, উদ্বোধন করলেন উপাচার্য

ডিজিটাল ব্যবস্থার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের যেকোনো পদে চাকরির আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে।
এতে চাকরিপ্রার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৭ জুলাই) দুপুরে উপাচার্য সচিবালয়ের সভাকক্ষে ‘ইন্টিগ্রেটেড ই-ফর্ম সিস্টেম’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এই প্রযুক্তিনির্ভর আবেদন ব্যবস্থা চালুর মাধ্যমে চাকরিপ্রার্থীদের আর কষ্ট করে কাগজপত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর বলেন, "এই উদ্যোগের মাধ্যমে সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে। আমি বিশ্বাস করি, এই ডিজিটাল সেবা আমাদের নিয়োগ কার্যক্রমকে আরও স্বচ্ছ ও কার্যকর করে তুলবে।"
তিনি অল্প সময়ের মধ্যেই এই ই-সিস্টেম চালু করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং বিশেষভাবে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী ও তাঁর সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহম্মদ, ডেপুটি রেজিস্ট্রার ড. মো. মঞ্জুর হোসেন এবং আইসিটি সেলের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের শেষভাগে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে নতুন অনলাইন আবেদন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin