প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৯:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৫:২৫ এ.এম
বাকৃবিতে ছাত্রশিবিরের নতুন সভাপতি ত্বোহা, সেক্রেটারি মঈন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সদস্য সমাবেশে এই নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু নাসের ত্বোহা নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। একই শিক্ষাবর্ষের কৃষি অনুষদের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মঈন সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন।
সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে সরাসরি ভোট গ্রহণ করা হয়। এতে সর্বাধিক ভোট পেয়ে আবু নাসের ত্বোহা সভাপতি নির্বাচিত হন। পরে কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ তার শপথগ্রহণ করান।
নবনির্বাচিত সভাপতির পরামর্শে ও সদস্যদের সম্মতিক্রমে সেক্রেটারি হিসেবে আব্দুল্লাহ আল মঈন এবং সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।
কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদের সঞ্চালনায় আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। এ সময় সদ্য সাবেক শাখা সভাপতি ফাজায়েল আহমেদসহ আরও কয়েকজন শাখা সাবেক সভাপতি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত সদস্য সমাবেশে ফখরুল ইসলাম সভাপতি এবং আবু নাসের ত্বোহা সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন। সেই সময় কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর মাধ্যমে নতুন নেতৃত্বে দায়িত্বভার তুলে দেওয়া হলো ছাত্রশিবিরের বাকৃবি শাখার হাতে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin