মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জে।। গোপালগঞ্জে তরুণদের নেতৃত্ব ও সচেতনতা তৈরিতে কাজ করছেন সমাজবিজ্ঞানের শিক্ষার্থী ও UPG Sustainability Fellow কাজী সাদ্দাম হোসেন। তিনি ‘United People Global (UPG) Sustainability Leadership Program’-এর মাধ্যমে ২০২৫ সাল থেকে যুক্ত রয়েছেন। এই প্ল্যাটফর্মে বিশ্বের ১৯৩ দেশের প্রায় ১০,০০০ তরুণকে নেতৃত্ব, দক্ষতা ও দায়িত্বশীলতা শেখানো হয়।
সাদ্দাম হোসেন নিজ গ্রামের গোপীনাথপুরে তরুণদের নিয়ে সচেতনতামূলক নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তার উদ্যোগের মধ্যে রয়েছে পোস্টার তৈরি, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাদকবিরোধী প্রচারণা এবং পরিবেশবান্ধব জীবনযাত্রার প্রচার। প্রতি সপ্তাহে অন্তত একটি ভালো কাজ করার চেষ্টা করেন তিনি।
তার মতে, নেতৃত্ব মানে শুধু বক্তৃতা নয়, বরং কাজের মাধ্যমে সমাজে প্রভাব তৈরি করাই আসল নেতৃত্ব। তার লক্ষ্য— তরুণদের মধ্যে সচেতনতা ছড়ানো, সবাইকে ছোট ভালো কাজে সম্পৃক্ত করা এবং গ্রামকেন্দ্রিক নেতৃত্বের কার্যকর মডেল তৈরি করা।
সাদ্দাম বলেন, “বিশ্ববিদ্যালয়ে যা শিখছি, তা গ্রামের তরুণদের সঙ্গেও ভাগ করে নিচ্ছি। আমার বিশ্বাস— ছোট ছোট উদ্যোগ থেকেই বড় পরিবর্তন আসবে।”
UPG একটি আন্তর্জাতিক সংগঠন, যা তরুণদের পরিবেশ, নেতৃত্ব ও সামাজিক উদ্যোগে দক্ষ করে গড়ে তোলে এবং বিশ্বজুড়ে সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখছে।