মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।। গোপালগঞ্জের কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মোঃ রেজাউল শেখ (৫৫)। তিনি উপজেলার মহেশপুর ইউনিয়নের দোলাগ্রামের মৃত আওয়াল শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার (৬ জুলাই) রাত ১০টার দিকে এসআই জনির নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলার মহেশপুর ইউনিয়নের দোলাগ্রাম এলাকায় নিজ বাড়ি থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় রেজাউল শেখকে হাতেনাতে আটক করা হয়।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় এবং অভিযানে ইয়াবা ও গাঁজাসহ রেজাউল শেখকে আটক করা হয়েছে।”
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ওসি বলেন, “যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় কাশিয়ানীতে নিয়মিত অভিযান চালানো হবে।”
স্থানীয়দের মতে, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই কিছু অসাধু চক্র মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তবে প্রশাসনের কঠোর নজরদারিতে তাদের দৌরাত্ম্য ধীরে ধীরে কমছে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন অঞ্চলের মতো গোপালগঞ্জেও মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। বিশেষ করে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।