প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৩:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৫, ১:১৯ পি.এম
জুলাই পুর্নজাগরণ উপলক্ষে রাজবাড়ীতে

আসন্ন ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’-কে কেন্দ্র করে রাজবাড়ীতে শুরু হয়েছে প্রস্তুতি। সোমবার (৭ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় প্রস্তুতিমূলক সভা। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।
সভায় জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে নানা বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, "এই আয়োজন শুধুমাত্র অনুষ্ঠান নয়, বরং জেলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে জড়িত একটি আবেগের প্রতীক। তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে হবে।"
প্রস্তুতিমূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম। তিনি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বলেন, “অনুষ্ঠানে জনসমাগম বেশি হবে, তাই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। কেউ যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়ে পুলিশ তৎপর থাকবে।”
এছাড়াও সভায় অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মাজহারুল ইসলাম ও জেলা সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ। তাঁরা স্বাস্থ্যসেবা ও অন্যান্য প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সকলে সম্মিলিতভাবে ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ আয়োজনকে সফল করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় অনুষ্ঠান পরিচালনা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, স্বেচ্ছাসেবক নিয়োগ, যান চলাচল নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কার্যকর আলোচনা হয়। জেলা প্রশাসক জানান, অনুষ্ঠান ঘিরে আগামী দিনগুলোতে আরও কয়েকটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ‘জুলাই পুনর্জাগরণ’ রাজবাড়ীর অন্যতম ঐতিহ্যবাহী অনুষ্ঠান। প্রতি বছর এই আয়োজনে হাজারো মানুষ অংশ নেয়, যা জেলার সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন করে তুলে ধরে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin