শিক্ষকদের পেশাগত বন্ধন আরও দৃঢ় করতে রায়পুরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য মাধ্যমিক সহকারী শিক্ষক মিলনমেলা ও প্রীতিভোজ। শনিবার (৫ জুলাই) সকাল ১০টায় রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আড্ডা, আলোচনা ও স্মৃতির বিনিময়ে মুখর ছিল পুরো অনুষ্ঠানস্থল। মূলত শিক্ষকদের মাঝে সৌহার্দ্য, পারস্পরিক যোগাযোগ এবং পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করাই ছিল মিলনমেলার মূল লক্ষ্য।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মাধ্যমিক সহকারী শিক্ষক ফোরামের সভাপতি মো. আবু সায়েম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মাঈনউদ্দিন, রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব চন্দ্র নাথ এবং সহকারী প্রধান শিক্ষক মোঃ মাসুদ আলম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মোঃ শাহাদাত হোসেন শিমুল ও সোমা ভৌমিক। পুরো আয়োজনের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন মাধ্যমিক সহকারী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মানছুরুল হক পিয়াল।
আলোচনা সভায় বক্তারা বলেন, “এ ধরনের মিলনমেলা শুধু আনন্দের জন্য নয়, বরং এটি শিক্ষকদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও পেশাদারিত্বকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়। শিক্ষকরা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিতে পারলে শিক্ষার্থীরাও উপকৃত হয়।”
অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নিয়ে শিক্ষকরা মুহূর্তগুলো উপভোগ করেন। বক্তারা ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান নিয়মিত আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
এ ধরনের আয়োজন শিক্ষকদের মাঝে পেশাগত সৌহার্দ্য বাড়ানোর পাশাপাশি রায়পুরের শিক্ষা-ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যেতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সকলে।