প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১২:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৯:৪৬ এ.এম
তজুমদ্দিনে গৃহবধূ ধর্ষণের অভিযোগে মামলা, দুই আসামি পলাতক

ভোলার তজুমদ্দিন উপজেলায় আবারও নারীর প্রতি সহিংসতার অভিযোগ উঠেছে। উপজেলার চাঁচড়া ইউনিয়নে গভীর রাতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৬ জুলাই) তজুমদ্দিন থানায় ভুক্তভোগী নারীর বড় ভাই মো. জোটন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় অভিযুক্তরা হলেন—স্থানীয় আবুল কালামের ছেলে গিয়াস উদ্দিন ও মো. আলমের ছেলে রাসেল।
ভুক্তভোগী গৃহবধূ জানান, গত ১০ জুন রাতে তিনি ছেলেকে নিয়ে বাড়িতে ছিলেন। তার মা তখন নানাবাড়িতে অবস্থান করছিলেন। ওই রাতে টয়লেটে যাওয়ার সময় রাসেল ও গিয়াস উদ্দিন তার মুখ চেপে ধরে পাশের নির্জন স্থানে নিয়ে যায়।
তিনি বলেন, ‘গিয়াস উদ্দিন আমাকে ধর্ষণ করে, আর রাসেল সেই দৃশ্য ভিডিও করে। পরে রাসেলও আমাকে নির্যাতনের চেষ্টা করে। আমি বাধা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে দ্রুত ঘরে ফিরে যাই।’
ভয়ে ও মান-সম্মানের চিন্তায় তিনি ঘটনার পর কাউকে কিছু বলেননি। কিন্তু পরে রাসেল ও গিয়াস উদ্দিন রাস্তাঘাটে দেখা হলে তাকে নানাভাবে ভয়ভীতি দেখায়।
ভুক্তভোগী বলেন, ‘তারা আমাকে হুমকি দিয়ে বলেছে, যদি বিষয়টি কাউকে জানাই, তাহলে ভাইকে গাঁজা দিয়ে ফাঁসিয়ে দিবে, আমাকে মেরে ফেলবে, এমনকি ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেবে। এভাবে তারা আমাকে বারবার ভয় দেখাচ্ছে। আমি তাদের বিচার চাই।’
এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাব্বত খান বলেন,
‘ওই নারী থানায় ধর্ষণের মামলা করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত তাদের আটক করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin