প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৭:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৯:৫৯ এ.এম
পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতে আঞ্জুমান-ই-কাদেরীয়ার শোক মিছিল

পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতে আঞ্জুমান-ই-কাদেরীয়ার উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী শোক মিছিলে এবারও হাজারো ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে শোকের আবহ ছড়িয়ে পড়ে গোটা শহরজুড়ে। কারবালার করুণ ঘটনা স্মরণে আয়োজিত এই শোক মিছিল দীর্ঘদিন ধরে রাজবাড়ীর মানুষের ধর্মীয় ও সামাজিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
রবিবার (৬ জুলাই) সকাল থেকেই রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র খানকা শরীফ (বড় মসজিদ) প্রাঙ্গণে ভক্ত-মুরিদানের ঢল নামে। সকাল ১০টায় খানকা শরীফ থেকে শুরু হয় শোক মিছিল, যা শহরের প্রধান সড়ক, রাজবাড়ী বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে আবার খানকা শরীফে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া অনেকেই জানান, পবিত্র আশুরা তাদের জন্য শোক ও স্মরণের দিন। ইমাম হোসেন (রা.) ও তার পরিবারবর্গের মহান ত্যাগের স্মরণে প্রতি বছর এই আয়োজনে অংশ নেওয়া তাদের ধর্মীয় দায়িত্ব বলে মনে করেন তারা। কারবালার স্মৃতিকে জীবন্ত করে তুলতে মিছিলের অংশগ্রহণকারীদের অনেকেই কালো পোশাক পরিধান করেন। তাদের হাতে ছিল কারবালার প্রতীক আলাম, নিশান, বেস্তা ও বইলালাম, যা শোকের গভীরতা আরও বাড়িয়ে তোলে।
শোক মিছিলের নিরাপত্তায় ছিল কড়া পুলিশি পাহারা। শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ সদস্য, যাতে শান্তিপূর্ণভাবে মিছিল সম্পন্ন হয়। পাশাপাশি আঞ্জুমান-ই-কাদেরীয়ার স্বেচ্ছাসেবকরাও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন।
মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন আঞ্জুমান-ই-কাদেরীয়ার কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ও ঢাকা আঞ্জুমান-ই-কাদেরীয়ার সভাপতি মাহবুবুল আলম দুলাল, রাজবাড়ী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নাসিম শফি, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জলিল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশিদ মোল্লা, ট্রেজারার গোলাম পাঞ্জাতুন লালটু, সহকারী ট্রেজারার মোঃ দলিল উদ্দিন দুলাল, সদস্য আব্দুল আজিজ কাদেরী খোকনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, যেমন রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল ও জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।
প্রায় ২০ হাজারেরও বেশি ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন এই শোক মিছিলে, যা রাজবাড়ী শহরজুড়ে সৃষ্টি করে ধর্মীয় আবেগ ও ভাবগম্ভীর পরিবেশ।
পবিত্র আশুরা উপলক্ষে এ ধরনের আয়োজন শুধু রাজবাড়ী নয়, সারা দেশেই পালিত হয় গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীরতার সঙ্গে। ইসলামি ইতিহাসের বেদনাময় এই দিন স্মরণে আঞ্জুমান-ই-কাদেরীয়ার এই শোক মিছিল রাজবাড়ীতে বিশেষ তাৎপর্য বহন করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin