প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১০:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৪:৪৭ এ.এম
চাটখিলে যুবদল নেতাকে সংবর্ধনা

নোয়াখালীর চাটখিলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান বাবুকে দেয়া হলো হৃদয়গ্রাহী সংবর্ধনা। তার নিজ এলাকায় দীর্ঘদিন পর আগমন উপলক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ছিল বিপুল উৎসাহ-উদ্দীপনা।
শনিবার (৫ জুলাই) দুপুরে তিনি নিজ এলাকা চাটখিল পৌছালে যুবদলের হাজারো নেতা-কর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে স্লোগানে ও সংবর্ধনার জোয়ারে।
চাটখিল উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে বিকেলে হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর।
বক্তব্যে কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান বাবু বলেন, "গত ১৬ বছর ধরে বিএনপি, যুবদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যে নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন, তার জবাব আইনগতভাবে দেওয়া হবে।"
তিনি আরও বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াবো। সবাইকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী সংগঠনের কাজে মনোনিবেশ করার আহ্বান জানাই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনির হোসেন মুকুল, তাজুল ইসলাম আবু, আনোয়ার হোসেন রতন, আবু আইয়ুব বাঙ্গালি। এছাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম জগলু, ফখর উদ্দিন ফিরোজ, বাহার উদ্দিন মেম্বার, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব গিয়াস উদ্দিন সুমন, ইউনিয়ন যুবদলের নেতা হারুন ও আবদুর রহমান সুজন-সহ বিপুলসংখ্যক যুবদল নেতা-কর্মী।
বক্তারা বলেন, এই সংবর্ধনা শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, দলীয় ঐক্য আরও দৃঢ় হবে এবং আগামীর আন্দোলনে সবাই একসঙ্গে মাঠে থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin