পরিবেশ সংরক্ষণে এগিয়ে এলো ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির কাঁঠালিয়ায় অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি।
শনিবার (৫ জুলাই) বিকেল ৩টায় কাঁঠালিয়ার সরকারি তোফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করে কলেজ ছাত্রদল।
কর্মসূচির প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঝালকাঠি জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এবং ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতা গোলাম আজম সৈকত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান আকন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান ফুল।
এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদল কাঁঠালিয়া উপজেলার আহ্বায়ক কমিটির নেতা হেলাল জোমাদ্দার, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সিয়াম হোসেন, কলেজ ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ অন্তর, সিনিয়র সহ-সভাপতি হাসিবুর রহমানসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব অপরিসীম। বিএনপি ও ছাত্রদল সবসময়ই পরিবেশবান্ধব কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখে। দেশের প্রতিটি উপজেলায় এই বৃক্ষরোপণ কর্মসূচি ছড়িয়ে দিয়ে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছেন।
তারা আরও বলেন, “গাছ আমাদের জীবন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণই একমাত্র পথ। এই উদ্যোগকে সফল করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
উল্লেখ্য, বিএনপি দীর্ঘদিন ধরেই পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়িত্ব পালনে নানা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। তারেক রহমানের নেতৃত্বে দেশজুড়ে চলমান এই বৃক্ষরোপণ কর্মসূচি ইতোমধ্যে বিভিন্ন অঞ্চলে ব্যাপক সাড়া ফেলেছে।