প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৯:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৫, ১১:৩৩ এ.এম
শুল্ক-কর পরিশোধে অনলাইনে ‘এ চালান’ সেবা চালু করলো এনবিআর

আমদানি-রপ্তানি কার্যক্রমে শুল্ক ও কর পরিশোধকে আরও সহজ ও স্বচ্ছ করতে অনলাইনে স্বয়ংক্রিয় চালান (এ চালান) পদ্ধতি চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এ ব্যবস্থার মাধ্যমে এখন আমদানিকারক, রপ্তানিকারক কিংবা সিঅ্যান্ডএফ এজেন্টরা ঘরে বসেই অনলাইনে সরকারি কোষাগারে শুল্ক-কর জমা দিতে পারবেন।
সরকারের অর্থ বিভাগের আওতায় পরিচালিত এ চালান একটি ওয়েবভিত্তিক সিস্টেম, যার মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ড এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে সহজেই পেমেন্ট দেওয়া যাবে। অনলাইনে পেমেন্ট সম্পন্ন হলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে একটি রিসিপ্ট নম্বর সরবরাহ করবে, যা ব্যবহার করে সংশ্লিষ্টরা বন্দর থেকে দ্রুত পণ্য খালাস করতে পারবেন।
শুধু অনলাইন নয়, পাশাপাশি দেশের ৬১টি ব্যাংকের ১১ হাজার ৭০০ শাখার যেকোনো কাউন্টারে গিয়েও অ্যাকাউন্ট ডেবিট বা চেক ক্লিয়ারিংয়ের মাধ্যমে শুল্ক-কর পরিশোধ করা যাবে। এতে আমদানিকৃত পণ্য দ্রুত সময়ে খালাস করা সম্ভব হবে।
এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের এপ্রিল মাসে প্রথমবারের মতো আইসিডি কমলাপুর কাস্টমস হাউসে পরীক্ষামূলকভাবে এ চালান পদ্ধতি চালু করা হয়। পরে এটি পানগাঁও কাস্টমস হাউসেও কার্যকর করা হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার চট্টগ্রাম কাস্টম হাউসেও এ সেবা চালু হয়েছে। আগামী ৭ জুলাই থেকে ঢাকা কাস্টম হাউসসহ দেশের সব কাস্টমস হাউসে এ ব্যবস্থা কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান আরটিজিএস পদ্ধতিতে করদাতারা দিনের নির্দিষ্ট সময়ে শুল্ক-কর জমা দিলেও তা সরকারি কোষাগারে জমা হতে সময় লাগত। এতে সরকারের রাজস্ব আদায়ে দেরি হতো এবং তা আর্থিক ক্ষতিরও কারণ হতো। কিন্তু নতুন এ চালান ব্যবস্থায় দিন-রাত যেকোনো সময় যেকোনো স্থান থেকে শুল্ক-কর জমা দেওয়া যাবে এবং তাৎক্ষণিকভাবে অর্থ সরকারের নির্ধারিত কোষাগারে জমা পড়বে।
এনবিআরের শুল্ক ও ভ্যাট প্রশাসনের সদস্য মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, “সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক-কর জমা হওয়ার ফলে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিত হবে, প্রক্রিয়া আরও সহজ হবে এবং সরকারের আর্থিক খাত সুশৃঙ্খল হবে বলে আমরা আশা করছি।”
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin