প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৯:৫৬ এ.এম
সাবেক সিইসি এটিএম শামসুল হুদা আর নেই

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভগ্নিপতি আশফাক কাদেরী।
তিনি জানান, সকাল ৯টার দিকে বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। শামসুল হুদার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজা ও দাফনের আয়োজন করা হবে।
আশফাক কাদেরী জানান, প্রায় এক মাস আগে ঘরের ভেতরে পড়ে যান শামসুল হুদা। সেই ঘটনার পর থেকেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
এটিএম শামসুল হুদা ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান ফখরুদ্দীন আহমদের আমলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেন। তিনি ২০১২ সাল পর্যন্ত ওই পদে ছিলেন। তার নেতৃত্বাধীন কমিশনের সময় সেনাবাহিনীর সহায়তায় ছবিসহ ভোটার তালিকা তৈরি হয়, নির্বাচন ব্যবস্থা সংস্কারে সংলাপ অনুষ্ঠিত হয় এবং রাজনৈতিক দলগুলোর নিবন্ধন ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চালুর পথ তৈরি হয়।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে শামসুল হুদা কমিশন। ঐ নির্বাচনে ৮৭ শতাংশের বেশি ভোটার অংশগ্রহণ করেন। নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ ২৩০টি, বিএনপি ৩০টি এবং জাতীয় পার্টি ২৭টি আসনে জয়ী হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin