প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ২:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৪:৩৫ এ.এম
কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৩ হাজার লিটার অবৈধ অকটেনসহ আটক ১

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার ব্রিজঘাট এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৩ হাজার ১৭০ লিটার অবৈধ অকটেন জব্দ করা হয়েছে। এ সময় মো. শহিদ (৩০) নামে এক পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত অকটেনের বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ৯০ হাজার টাকা।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১২টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের সদস্যরা সদরঘাট থানাধীন ব্রিজঘাট এলাকায় বিশেষ অভিযান চালান। এ সময় পাচারকারীদের বোট থেকে অবৈধ অকটেন নামাতে দেখা যায়। পরে অভিযান চালিয়ে পাচারকারী শহিদকে আটক করা হয় এবং বোট থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ অকটেন।
তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তি ও জব্দ করা অকটেনের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত টহল পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin