প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৪:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৪:৩০ এ.এম
পৈত্রিক সম্পত্তি রক্ষায় বাধা, সাংবাদিকের অভিযোগ ভাইয়ের হুমকি ও হয়রানির শিকার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে পৈত্রিক সম্পত্তি রক্ষায় গিয়ে সাংবাদিক মাহাবুব সুলতান হুমকি ও হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মাহাবুব সুলতান জানান, শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় তিনি পৈত্রিক মালিকানাধীন একটি পুরনো ভবনে গিয়ে দেখেন, ভবনের জালনা, দরজা, গ্রিলসহ মূল্যবান জিনিসপত্র নেই। এ বিষয়ে নিচতলায় থাকা চাচাতো ভাই মো. কাইয়ুমের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং পরে জানান, অনামিকা নামে এক নারী এগুলো বিক্রি করেছেন।
পরে মাহাবুব সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে অভিযোগ তুললে অভিযুক্ত অনামিকা ক্ষুব্ধ হয়ে তাকে হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
মাহাবুব আরও বলেন, “আগেও পৈত্রিক সম্পত্তি নিয়ে ষড়যন্ত্র হয়েছে। মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এখন আবার ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এমনকি আমার স্ত্রীর পরীক্ষায় বিঘ্ন ঘটানোর হুমকি দেওয়া হচ্ছে।”
তিনি দাবি করেন, বিক্রিত জিনিসপত্রের অর্থ মাদক সেবনে ব্যবহার করা হচ্ছে এবং অভিযুক্ত অনামিকার নামে একাধিক মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত অনামিকা কোনো স্পষ্ট বক্তব্য না দিয়ে বলেন, “সবকিছু সময় হলেই বুঝবেন।”
স্থানীয়রা জানান, এটি দীর্ঘদিনের পারিবারিক বিরোধ এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন তারা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin