প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৫:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৪:২৬ এ.এম
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকার ছড়াছড়ি ও দখলদারত্ব বন্ধ হবে- নজরুল ইসলাম

চট্টগ্রামে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, দেশে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন চালু হলে কালো টাকার ছড়াছড়ি, দখলদারিত্ব ও ফ্যাসিবাদী দমননীতি বন্ধ হবে। তিনি বলেন, এই পদ্ধতি জনগণের প্রকৃত রায় প্রতিফলিত করবে এবং ভোটারদের সম্মান নিশ্চিত করবে।
শুক্রবার (৪ জুলাই) চট্টগ্রামের পতেঙ্গায় ‘জুলাই বিপ্লব’ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘জুলাই শহীদদের’ আত্মত্যাগ স্মরণীয় করতে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)-এর নাম শহীদ ফারুক হোসেনের নামে রাখার দাবি জানান এবং দ্রুত ‘জুলাই সনদপত্র’ ঘোষণার আহ্বান জানান।
নজরুল ইসলাম বলেন, জুলাই মাস কেবল শোকের নয়, সংগ্রামেরও মাস। এ মাসের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশে সুশাসন, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে বিজয় নিশ্চিত করতে মাঠে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান। এতে আরও বক্তব্য রাখেন মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. শফিউল আলম, শ্রমিক নেতা আবু তালেব চৌধুরী, বেলাল হাছন, মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ মঈনুদ্দিন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin