প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১০:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৫, ১১:২১ এ.এম
‘এখন কীসের নির্বাচন?’— প্রশ্ন জামায়াত আমিরের

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি রাজনৈতিক সংস্কার ও পরিবেশ তৈরির আহ্বান জানান।
‘দেশের বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৪ জুলাই) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় ডা. শফিকুর রহমান বলেন, ‘পাটগ্রামের পরিস্থিতি আমাদের চোখের সামনে। সারাদেশেই অস্থিতিশীলতা বিরাজ করছে। এখন এই অবস্থায় নির্বাচন নিয়ে তাড়াহুড়ো না করে আগে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা রাজনৈতিক সংস্কারের প্রস্তাব দিয়েছি। নির্বাচনের আগে অবশ্যই এসব সংস্কার নিশ্চিত করতে হবে। সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনই দেশের জন্য জরুরি।’
জামায়াতের অবস্থান নিয়ে তিনি বলেন, ‘আমরা সবসময় সহিংসতার বিরোধিতা করি। ১৯৭২ সাল থেকেই মব পলিটিক্সের বিপক্ষে আমাদের অবস্থান পরিষ্কার।’
পরে বিকেল ৩টায় রংপুরে আয়োজিত এক জনসভায় যোগ দিতে সৈয়দপুর ত্যাগ করেন জামায়াত আমির।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin