প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৫, ১১:১৬ এ.এম
নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তাকে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে একজনকে স্থায়ীভাবে, অপরজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বহিষ্কৃত দুই কর্মকর্তা হলেন—সহকারী রেজিস্ট্রার মাহমুদুল আহসান লিমন এবং সহকারী রেজিস্ট্রার জাকিবুল হাসান রনি।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. মিজানুর রহমান।
জানা গেছে, গত ৩০ জুন অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেটের অনুমোদনের পর চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বহিষ্কৃত দুই কর্মকর্তা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা। জাকিবুল হাসান রনি সাবেক সভাপতি এবং মাহমুদুল আহসান লিমন ছিলেন সাবেক সহসভাপতি।
প্রশাসন জানিয়েছে, ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে এই দুই কর্মকর্তা অফিসে অনুপস্থিত ছিলেন। বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে শোকজ ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রশাসন আরও জানিয়েছে, তাদের মধ্যে মাহমুদুল আহসান লিমনকে স্থায়ীভাবে এবং জাকিবুল হাসান রনিকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin