প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ৩:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৫, ৯:৪২ এ.এম
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে দুই চাচাতো ভাই। শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার পাড়িয়া ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো সিহাব হোসেন (৯) ও সোহান আলী (৮)। দুজনেই লাহিড়ী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র এবং ছোট লাহিড়ী গ্রামের দবিরুল ইসলাম ও সফিরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে দাদির সঙ্গে ছাগল নিয়ে ঘাস খাওয়াতে যায় দুই ভাই। খেলতে খেলতে পুকুর পাড়ে গেলে সিহাব পা পিছলে পানিতে পড়ে যায়। ভাইকে বাঁচাতে সোহানও পানিতে ঝাঁপ দেয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।
স্থানীয়দের চেষ্টায় দীর্ঘক্ষণ পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। পাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য পেরোলি বেগম জানান, এ ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে, ঘটনা তদন্ত হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin