প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ৪:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৫, ৯:২৬ এ.এম
প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া

রাশিয়া প্রথম দেশ হিসেবে তালেবান সরকারের প্রতি আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করেছে। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এটি ‘সাহসিক সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করেছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) কাবুলে রুশ রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনোভের সঙ্গে বৈঠকের সময় এই ঘোষণা দেওয়া হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামিক এমিরেট অব আফগানিস্তানের সরকারকে স্বীকৃতি দেওয়া দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বেগবান করবে। মস্কো আফগানিস্তানের জ্বালানি, পরিবহন, কৃষি ও অবকাঠামো খাতে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর পাশাপাশি সন্ত্রাসবিরোধী ও মাদক পাচারের বিরুদ্ধে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
তবে পশ্চিমা বিশ্ব ও মানবাধিকার সংস্থাগুলো তালেবান সরকারের কঠোর সমালোচনা অব্যাহত রেখেছে, বিশেষ করে নারীদের অধিকার ও শিক্ষা নিয়ে। চীন, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও অন্যান্য দেশ কাবুলে রাষ্ট্রদূত নিয়োগ করলেও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।
রাশিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এবং তালেবান সরকারের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin