মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।। গোপালগঞ্জে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে ঘুষ দাবির অভিযোগ উঠেছে জেলা নির্বাচন অফিসারের বিরুদ্ধে। এ ঘটনায় নির্বাচন কমিশন তদন্ত কমিটি গঠন করেছে।
স্থানীয় মুদি ব্যবসায়ী মোঃ ইলিয়াচুর রহমান অভিযোগ করেন, জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ ও নামের বানান সংশোধনের জন্য তিনি জেলা নির্বাচন অফিসে যোগাযোগ করেন। অভিযোগ অনুযায়ী, জেলা নির্বাচন অফিসার মোঃ মাহফুজুর রহমান তার কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন।
ভুক্তভোগী জানান, প্রথমে ঘুষ দিতে অস্বীকার করলে পরবর্তীতে আবারও যোগাযোগ করতে বলা হয়। পরে তিনি সব কাগজপত্র জমা দিয়ে আবেদন করেন (আবেদন নম্বর: NIDCA19890341)। এরপরও শুনানির দিন ঘুষের জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ তার। ভুক্তভোগী দাবি করেন, কথোপকথনের অডিও রেকর্ডও তিনি সংরক্ষণ করেছেন।
সহায়তা চেয়ে তিনি দুদক গোপালগঞ্জ কার্যালয়ে গেলেও কোনও ফল না পেয়ে ২৫ জুন বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব বরাবর ই-মেইলের মাধ্যমে অভিযোগ করেন।
এ বিষয়ে নির্বাচন অফিসার মোঃ মাহফুজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “এআই প্রযুক্তির যুগে কণ্ঠ পরিবর্তন করে রেকর্ড বানানো সম্ভব।” তিনি জানান, ভুক্তভোগীর জাতীয় পরিচয়পত্রের তথ্য সঠিক এবং বড় ধরনের সংশোধন তার এখতিয়ারের বাইরে। ফলে আবেদন বাতিল করা হয়েছে।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের সচিব আকতার আহমেদ জানান, অভিযোগের বিষয়ে তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।