গোপালগঞ্জে ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস সমূহ পালন উপলক্ষে জেলা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা বাস্তবায়ন কমিটির সভা। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, “এই দিবস আমাদের ইতিহাসের অংশ, যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সকল প্রস্তুতি গ্রহণ করা হবে।”
সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, জেলা কমান্ড্যান্ট মজিবুল হকসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা।
এছাড়া সভায় অংশ নেন সাবেক জেলা আমির এ্যাডভোকেট আজমল হোসেন সরদার, এলজিইডি ও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন চেম্বার অফ কমার্স ও প্রেসক্লাব নেতারাও।
সভায় ছাত্র-জনতার অভ্যুত্থান দিবসের গুরুত্ব তুলে ধরা হয় এবং কর্মসূচির শান্তিপূর্ণ বাস্তবায়নে সকলের সহযোগিতা চাওয়া হয়। ঐতিহাসিক দিবসটি ঘিরে গোপালগঞ্জ জেলাজুড়ে বইছে প্রস্তুতির ব্যস্ততা।