গোপালগঞ্জে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বরিশাল-গোপালগঞ্জ মহাসড়কে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে বান্দাবাড়ী ইউনিয়নের হরিনহাটী খানবাড়ী জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ষ্টার এক্সপ্রেস পরিবহনের একটি বাস মহাসড়কের ওই স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যশোরের ট-১১-৫২৭৪ নম্বর কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে কভার ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক জসিম মিয়া (৪৫) গুরুতর আহত হন। তিনি যশোর জেলার বাসিন্দা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পরপরই পুলিশ ও উদ্ধারকর্মীরা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। তবে সংঘর্ষের পর ষ্টার এক্সপ্রেস বাসটি ঘটনাস্থল থেকে সরে যায়। এ ঘটনায় মহাসড়কে থাকা কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হয়েছে।
স্থানীয় পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তারা বলেন, বাসটির অবস্থান নিশ্চিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে দুর্ঘটনার পর সড়কে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন মহল বলছে, মহাসড়কে বেপরোয়া গতি ও চালকদের অসতর্কতাই এমন দুর্ঘটনার জন্য দায়ী। তাদের মতে, এ ধরনের দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।