যশোরের শার্শা উপজেলায় ২০২৪ সালের জুলাই-আগস্ট গণআন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই ২০২৫) বিকেলে বাগআঁচড়া দারুল আমান ট্রাস্ট মিলনায়তনে জামায়াতে ইসলামী বাগআঁচড়া ইউনিয়নের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও যশোর জেলার সাবেক আমির মাওলানা আজিজুর রহমান। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বিলালী।
দোয়া মাহফিলের আলোচনায় অংশ নেন শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, জামায়াত নেতা এ কে এম তবিবুর রহমান, আবু হুরায়রা, আব্দুল আওয়াল, জয়নাল আবেদীন, প্রভাষক হারুন অর রশিদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা নজরুল ইসলাম, তরিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান শুধুমাত্র একটি সরকার পরিবর্তনের জন্য ছিল না। বরং যে সমস্ত আইন, বিধি ও ব্যবস্থাপনা স্বৈরাচার সৃষ্টি করে, সেগুলোর পরিবর্তনই ছিল সেই আন্দোলনের মূল উদ্দেশ্য। ছাত্র-জনতা তাদের জীবন দিয়ে দেশের স্বার্থে আত্মোৎসর্গ করেছে। সেদিন সাধারণ মানুষও জাতীয় স্বার্থে আন্দোলনে একাত্ম হয়েছিল।”
তিনি আরও বলেন, “যদি দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য সৃষ্টি করা না যায়, তবে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে এবং তা হবে তাদের প্রতি বিশ্বাসঘাতকতা।”
এসময় বক্তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করেন। স্থানীয় জামায়াত নেতারা জানান, ভবিষ্যতেও এ ধরনের স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।