বাকেরগঞ্জে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

বাকেরগঞ্জের সাধারণ মানুষের জন্য ভূমি সংক্রান্ত কাজ এখন আরও সহজ ও হয়রানিমুক্ত। উপজেলার বাসিন্দারা এবার একটি কেন্দ্রে গিয়ে সহজেই সব ধরনের ভূমি সেবা নিতে পারবেন। বুধবার (২ জুলাই ২০২৫) সকালে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন স্বাধীন বাংলা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ‘ক্রিয়েটিভ কম্পিউটার’ এবং সাহেবগঞ্জ ভূমি অফিসের সামনে ‘রাকিব ডিজিটাল ফটোকপি অ্যান্ড স্টুডিও’ নামের দুটি ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, সাবেক প্রধান শিক্ষক মুনসুর আহমেদ, আউয়াল হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জেলা প্রশাসনের এই বিশেষ উদ্যোগের আওতায় প্রথম ধাপে বাকেরগঞ্জ উপজেলায় দুটি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করা হলো। পরিকল্পনা রয়েছে, পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নেও এ ধরনের কেন্দ্র স্থাপন করা হবে।
এই সহায়তা কেন্দ্রগুলো থেকে খুব সহজে ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিউটেশন আবেদন, খতিয়ান সংগ্রহ, জমির নকশা সংগ্রহসহ সব ধরনের ভূমি সেবা পাওয়া যাবে। সরকার নির্ধারিত ফি দিয়ে এসব সেবা গ্রহণ করা যাবে, ফলে অতিরিক্ত অর্থ নেওয়ার সুযোগ নেই।
বিশেষ করে যাঁরা তথ্য প্রযুক্তিতে দক্ষ নন বা ই-সেবা নিতে পারেন না, তাঁদের জন্য এই কেন্দ্রগুলো হবে বড় সহায়তা।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন,
“ভূমি সেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত এবং হয়রানিমুক্ত হবে। প্রযুক্তিতে যারা দক্ষ, তারা অনলাইনে সেবা নিতে পারেন, তবে প্রান্তিক মানুষদের কথা ভেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
স্থানীয়রা বলছেন, ডিজিটাল পদ্ধতিতে ভূমি সেবা নিশ্চিত করতে এই উদ্যোগ সময়োপযোগী। এতে ভূমি সংক্রান্ত কাজের দুর্ভোগ কমবে, মানুষ স্বচ্ছভাবে সেবা পাবে।