গোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে গেস্ট হাউজ উদ্বোধন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য বিশাল স্বস্তির খবর। এবার ঢাকা শহরে চিকিৎসা, চাকরির পরীক্ষা কিংবা জরুরি প্রয়োজনে থাকার চিন্তা আর নেই। গোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে ঢাকার কাজীপাড়ায় চালু হলো ‘গেস্ট হাউজ’, যেখানে মিলবে সম্পূর্ণ বিনামূল্যে থাকা ও খাওয়ার সুযোগ।
মঙ্গলবার (১ জুলাই) রাতে আনুষ্ঠানিকভাবে গেস্ট হাউজটির উদ্বোধন করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও লিবার্টি নিউজের বার্তা সম্পাদক তারিক লিটু, সাবেক সভাপতি ও নতুন কাগজ পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক কে.এম. ইয়ামিনুল হাসান আলিফ, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আর এস মাহমুদ হাসান, বর্তমান সহ-সভাপতি তানিম কাজি শুভ ও কার্যনির্বাহী সদস্য মোশাররফ হোসেন লিমন।
গেস্ট হাউজটি মূলত প্রেসক্লাবের বর্তমান ও সাবেক সদস্যদের জন্য নির্ধারিত হলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও সুযোগ উন্মুক্ত। চাকরি বা চিকিৎসার প্রয়োজনে শিক্ষার্থীরা অনধিক দুই দিন বিনামূল্যে থাকতে পারবেন।
বিশেষ করে চাকরি-প্রত্যাশী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
উদ্বোধনী দিনেই গ্রামীণ ব্যাংকের চাকরি পরীক্ষার জন্য ঢাকা আসা বোটানি বিভাগের শিক্ষার্থী সোহেল রানা বলেন,
“আমি আজ ঢাকা এসেছি। আগামীকাল পরীক্ষা। প্রেসক্লাবের গেস্ট হাউজে আমি ও আমার বিভাগের আরও ৩ জন একসাথে আছি। সত্যি বলতে, এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য অনেক বড় সহায়তা।”
প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান জানান, “গোবিপ্রবি ঢাকার বাইরে হওয়ায় আমাদের অনেকেরই চাকরির পরীক্ষা বা চিকিৎসার জন্য প্রায়ই ঢাকা যেতে হয়। কিন্তু থাকার জায়গার অভাবে বিপাকে পড়তে হয়। তাই এই গেস্ট হাউজ আমাদের জন্য সত্যিকারের আশীর্বাদ।”
উদ্যোক্তা কে.এম. ইয়ামিনুল হাসান আলিফ বলেন, “শিক্ষার্থীদের বারবার বলা শুনে আমি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখি। ভবিষ্যতে ঢাকার উত্তরা, মিরপুর, শাহবাগ, ফার্মগেট ও ধানমন্ডিতে আরও ৫টি সুপার হোম গড়ে তোলার পরিকল্পনা আছে, যেখানে নামমাত্র খরচে থাকার সুযোগ থাকবে।”
প্রসঙ্গত, প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় আরেকটি গেস্ট হাউজের কাজও প্রায় শেষ। খুব শিগগিরই সেটিরও উদ্বোধন হবে।