আলহাজ্ব মোঃ কোমর উদ্দিন খান সাহেব (বি.এ) বৃহত্তর ফরিদপুর জেলার সংবাদপত্র জগতের পথিকৃৎ, প্রতিষ্ঠিত প্রবীণ ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, ক্রীড়া সংগঠক ও দৈনিক ভোরের বাণী গ্রুপ অব এন্টারপ্রাইজ এন্ড পাবলিকেশন্স এর প্রতিষ্ঠাতা।
আলহাজ্ব মোঃ কোমর উদ্দিন খান সাহেব (বি.এ) তাঁর সুদীর্ঘ কর্মজীবনে বহু স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা ছিলেন। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে তিনি মুক্তিযোদ্ধাদের অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে কাজ কোরেছেন নিরলসভাবে। তিনি যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের অর্থ ও খাদ্যদ্রব্য দিয়ে সাহায্য কোরে বিশেষ ভূমিকা পালন করেন। জনাব খান সাহেব যুদ্ধপরবর্তী সময়েও যুদ্ধে নিহত-আহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে অর্থনৈতিকভাবে সহায়তা কোরেছেন।
প্রয়াত খান সাহেব গোপালগঞ্জ কেন্দ্রীয় কোর্ট মসজিদের সহ-সভাপতি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, সাবেক সভাপতি- ফেমা, গোপালগঞ্জ জেলা কমিটি, গোপালগঞ্জ চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ কাউন্সিল অব এডিটরস ও বাংলাদেশ সংবাদপত্র পরিষদের কার্যকরী কমিটির সদস্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে সফলতার সাথে দায়িত্ব পালন কোরেছেন।
মহান এই কর্মবীর ২০১৭ ইং সালের ৪ জুলাই সবাইকে একা কোরে দিয়ে চলে যান না ফেরার দেশে। তবে তিনি রয়ে গেছেন তাঁর কর্মে, তার প্রতিষ্ঠিত ‘দৈনিক ভোরের বাণী’ পত্রিকার সকল পাঠক ও শুভানুধ্যায়ীদের মননে।
আলহাজ্ব মোঃ কোমর উদ্দিন খান সাহেবের (বি.এ) অটল সাহসী মূল্যবোধের প্রকাশ, নৈতিকতা ও মানবিকতা আমাদের পরিবারের চলার পথে অনন্ত শক্তির উৎস।
এই দিনে আমরা আমাদের আব্বাকে স্মরণ কোরছি গভীর শ্রদ্ধাভরে এবং সকলকে অনুরোধ কোরছি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার জন্য।