জুলাই আন্দোলনের শহীদদের ও আহতদের স্মরণে বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের দোয়ানুষ্ঠান

বরিশালের বাকেরগঞ্জে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করে উপজেলা জামায়াতে ইসলামী।
দোয়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গতকাল বাদ আসর, উপজেলা আমীর অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহমুদুন্নবী তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ খান। আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোস্তাকুর রহমান, এবং পৌর আমীর নুরুল হক ও সেক্রেটারি আব্দুল হাদী।
দোয়া অনুষ্ঠানের আগে নেতারা জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, “তাদের আত্মত্যাগ আমাদের অধিকার আদায়ের অনুপ্রেরণা।”
জুলাই আন্দোলন ছিল ইসলামী মূল্যবোধ ও ন্যায়ের প্রতিষ্ঠার আন্দোলন, যা আজও স্মরণীয়। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রতি বছর কেন্দ্রীয়ভাবে এই শহীদদের স্মরণে কর্মসূচি পালিত হয়।