প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৫:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৫, ৯:৪৯ এ.এম
নোয়াখালীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিষধর সাপের কামড়ে মোসাম্মৎ হাবিবা (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভ্যাকসিনের অভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে, ফেনীর মহিপালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই শিশুটি।
ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার (১ জুলাই) দুপুরে, কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের মনির হোসেন ফকির বাড়িতে। স্থানীয় চরএলাহী গফুরিয়া মডেল মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী হাবিবা দুপুর পৌনে ২টার দিকে মাদরাসা থেকে ফিরে নিজ ঘরে যায়। এরপর চালের ড্রামের পাশ থেকে কলম কুড়াতে গেলে একটি বিষধর সাপ তার হাতে ছোবল মারে।
ঘটনার পরপরই পরিবারের লোকজন হাবিবার হাতে বাঁধন দিয়ে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে প্রাথমিক চিকিৎসা পেলেও অ্যান্টি-ভেনম ভ্যাকসিন না থাকায় অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে ফেনীর মহিপাল এলাকায় শিশুটি মারা যায়।
হাবিবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মাদরাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোরশেদ আলম। তিনি বলেন, “ক্লাস শেষে হাবিবা বাসায় ফিরে ওই দুর্ঘটনার শিকার হয়। আমরা শুনে মর্মাহত হয়েছি।”
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “বিষয়টি আমাদের জানানো হয়নি। তবে আমরা খোঁজখবর নিচ্ছি।”
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin