প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৭:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৫, ৬:৫৪ এ.এম
সরকারি সহায়তায় খুশি লালমোহনের প্রান্তিক কৃষকরা

ভোলার লালমোহন উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন হয়।
ভোলার লালমোহন উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আজিজ।
২০২৪-২০২৫ অর্থ বছরের খরিফ/২ (২০২৫-২৬ মৌসুম) কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৪২০০ জন ধান চাষিকে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হবে।
এছাড়া ৯০ জন সবজি চাষিকে উফশী জাতের শাকসবজির বীজ ও ৫ কেজি করে সার এবং ৪০০ জন মরিচ চাষিকে হাইব্রিড মরিচ বীজ ও ৫ কেজি করে সার দেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রকিবুল হাসান নিটোল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদি হাসানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী কৃষকরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin