প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৯:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৫, ২:১৫ পি.এম
পিরোজপুরে জুলাই-আগস্ট অভ্যুণ্থানে শহীদ ও আহতদের প্রতি জামায়াতের দোয়া

পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই-আগস্ট গণ-আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ দোয়া মাহফিল। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে জামায়াতের পিরোজপুর জেলা কার্যালয়ে এই দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব এবং সঞ্চালনায় ছিলেন পৌর আমীর মাওলানা ইসাহাক আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর তাফাজ্জল হোসাইন ফরিদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মুহাম্মদ জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, মাওলানা সিদ্দিকুল ইসলাম, এবং সদর উপজেলা আমীর মাওলানা ছিদ্দিকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তাফাজ্জল হোসাইন ফরিদ বলেন, “২৪শে জুলাই-আগস্ট আন্দোলনের সময় অনেকেই শহীদ হয়েছেন, কেউ কেউ পঙ্গু হয়ে গেছেন, অনেকে পরিবার-পরিজন হারিয়েছেন। তাঁদের স্মরণে আজকের এই আয়োজন। আমরা তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন আর কোনো আন্দোলন হয়নি যেখানে সাধারণ ছাত্র, জনতা এবং সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল এক স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। সে সময় শেখ হাসিনার সরকার সাধারণ মানুষের কণ্ঠ রোধ করেছিল। আলেম-ওলামাদের উপর চরম দমন-পীড়ন চালানো হয়েছিল। অনেকেই বিনা অপরাধে জেলে গিয়েছেন, গুম-খুনের শিকার হয়েছেন।”
জেলা আমীর বলেন, “স্বৈরাচার হাসিনার শাসনের অবসান ঘটাতে দেশের মা-বাবা, ভাই-বোন, সন্তান সবাই একসঙ্গে রাস্তায় নেমেছিল। মাত্র সাত দিনের ব্যবধানে সেই সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় না আসতে পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।”
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin