বাকেরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায় কমিটি ঘোষণা

বাকেরগঞ্জ উপজেলা বিএনপির ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৩০ জুন (রবিবার) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হারুন অর রশিদ জোমাদ্দার। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান মিজান। দলীয় নীতিমালা অনুসারে এবং স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সেলিনা হোসেন বাবলি, আলহাজ্ব হারুন অর রশিদ সিকদার, জিয়াউল আহসান জুয়েল সিকদার, মিজানুর রহমান চুন্নু, নাসির হাওলাদার, জাহাঙ্গীর আলম বিপি দুলাল, সোলায়মান সেরনিয়াবাত, মকবুল হোসেন খান, খলিলুর রহমান সিকদার, রুহুল আমিন জোমাদ্দার, অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, আব্দুস শুক্কুর বাচ্চু নেগাবান, অহিদুল ইসলাম স্বপন, আনোয়ার হোসেন পিকু এবং অ্যাডভোকেট জিন্নাহ রথী।
দলীয় সূত্রে জানা গেছে, এই আহ্বায়ক কমিটি এক মাসের মধ্যে বাকেরগঞ্জ উপজেলার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে বিএনপির নতুন কমিটি গঠন করবে। এরপর একটি কাউন্সিলের মাধ্যমে উপজেলার পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্তভাবে গঠন করা হবে।
বিএনপি সূত্র বলছে, তৃণমূলে সাংগঠনিক কার্যক্রমকে আরও সক্রিয় ও শক্তিশালী করার লক্ষ্যেই এই নতুন কমিটি গঠন করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশালের গুরুত্বপূর্ণ উপজেলা বাকেরগঞ্জে এ কমিটি ঘোষণার মাধ্যমে স্থানীয় বিএনপি নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পাবে।
দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন নেতৃত্বে বাকেরগঞ্জ উপজেলা বিএনপি আরও সক্রিয়, ঐক্যবদ্ধ এবং জনসম্পৃক্ত হয়ে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করবে।