প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৩:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৫, ১১:১৫ এ.এম
কাশিয়ানী উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নির্বাচিত হলেন আইয়ূব আলী

ভূমি সেবায় অসামান্য অবদান ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মোঃ আইয়ূব আলী মোল্লা। বর্তমানে তিনি উপজেলার সাজাইল ইউনিয়নে ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
অবিরাম পরিশ্রম, পেশাগত দক্ষতা এবং জনবান্ধব সেবার জন্য তিনি এই সম্মান অর্জন করেন। রবিবার (২৯ জুন) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
সম্মাননা তুলে দেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত এবং সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং সকলে আইয়ূব আলী মোল্লার এই অর্জনকে সাধুবাদ জানান।
সম্মাননা গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় মোঃ আইয়ূব আলী মোল্লা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “এই সম্মান শুধু আমার একার নয়, এটি সংশ্লিষ্ট সকল কর্মকর্তার সহযোগিতার ফল।” তিনি বিশেষভাবে গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি)-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, মোঃ আইয়ূব আলী মোল্লা এর আগেও কর্মজীবনে সততা, দায়িত্ববোধ এবং জনসেবায় নিষ্ঠার স্বীকৃতি হিসেবে জেলা পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তার এসব অর্জনই প্রমাণ করে, সৎভাবে দায়িত্ব পালন করলে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাওয়া সম্ভব।
আজকের এই অর্জন কেবল একজন ব্যক্তির গৌরব নয়, এটি কাশিয়ানী উপজেলার ভূমি সেবায় স্বচ্ছতা ও গুণগত মান বৃদ্ধির প্রতিফলন। আইয়ূব আলীর মতো কর্মকর্তা দেশের প্রশাসন ব্যবস্থায় পরিবর্তনের অনুপ্রেরণা হয়ে উঠেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin