বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এক নারী শিক্ষার্থী অর্থ সংকটের কারণে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন। তার পরিবারের আর্থিক অবস্থার কারণে প্রাথমিক ভর্তি ফি দেওয়া সম্ভব হচ্ছিল না।
সোশ্যাল মিডিয়ায় এই তথ্য ছড়িয়ে পড়লে ববি ছাত্রদল দ্রুত এগিয়ে আসে তার পাশে দাঁড়িয়ে। তারা শুধু প্রাথমিক ভর্তি নয়, ভবিষ্যতে চূড়ান্ত ভর্তি, বর্ষভিত্তিক রেজিস্ট্রেশন ফি ও সেমিস্টার ফি বহনের আশ্বাস দেয়।
ববি ছাত্রদলের নেতা মোশারফ হোসেন বলেন, “ছাত্রদল শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি শিক্ষার্থীদের আশার বাতিঘর। কেউ যেন আর্থিক কারণে শিক্ষাজীবন থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।” তিনি আরও জানান, এই ধরনের সহায়তা কার্যক্রম নিয়মিত চালানো হয় এবং ভবিষ্যতেও চালানো হবে।
উচ্চশিক্ষায় প্রবেশের ক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা দূর করতে এই ধরনের মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ববি ছাত্রদলের এই উদ্যোগ ছাত্র রাজনীতির ইতিবাচক দিকের পরিচায়ক।