প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৩:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৫, ১০:১২ এ.এম
গোপন তথ্যের ভিত্তিতে অস্ত্রসহ আ.লীগ নেতা গ্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলা থেকে পাইপগানসহ সাহেদুর রহমান দিপু (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৮ জুন) রাত সোয়া ৮টার দিকে নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব অনন্তপুর গ্রামের ‘আনন্দধারা এলপি গ্যাস’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরদিন রোববার (২৯ জুন) দুপুরে দিপুকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
গ্রেপ্তার দিপু বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের একটি অংশের সক্রিয় নেতা। তিনি পূর্ব অনন্তপুর গ্রামের পশ্চিম পাঁনচাত বাড়ির মৃত সফিকুর রহমানের ছেলে এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, পূর্ব অনন্তপুর এলাকায় একটি ভাড়াকৃত দোকানে এক ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে দিপুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দিপু স্বীকার করেন, তার দোকানের সিলিংয়ের ওপর একটি দেশীয় পাইপগান লুকিয়ে রাখা রয়েছে। পরে সেটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উদ্দিন বলেন, "গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাহেদুর রহমান দিপুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin