প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৫, ১০:১০ এ.এম
ঐকমত্য কমিশনের আলোচনায় অগ্রগতি আশানুরূপ নয় : অধ্যাপক আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের চলমান আলোচনায় এখনো আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
আজ রবিবার সকালে রাজধানীর ফরে সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত দ্বিতীয় দফার সপ্তম দিনের বৈঠকের শুরুতে তিনি এ মন্তব্য করেন।
আলী রীয়াজ বলেন, "জুলাই মাসের মধ্যেই আমরা একটি জাতীয় সনদ তৈরির ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। কমিশনের লক্ষ্য, শহীদ আবু সাঈদ দিবসে সব রাজনৈতিক দলের স্বাক্ষরের মাধ্যমে ওই সনদ চূড়ান্ত করা।"
ঐকমত্য কমিশনের আজকের বৈঠকে অংশ নিয়েছে ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠকে মূল আলোচ্য বিষয় হিসেবে রয়েছে—সংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগের জন্য একটি নিরপেক্ষ কমিটি গঠন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থার সম্ভাবনা, উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি এবং উচ্চকক্ষের সাংবিধানিক দায়িত্ব ও কার্যপরিধি।
কমিশনের ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, আগের বৈঠকগুলোতে কিছু মৌলিক বিষয়ে একমত হওয়া গেলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দলগুলোর মধ্যে এখনও মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের মতো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ পদ্ধতি নিয়ে বিভক্তি রয়েছে।
তবে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সব দলকে সম্পৃক্ত রেখে একটি গ্রহণযোগ্য জাতীয় সনদ তৈরির লক্ষ্যে আলোচনা অব্যাহত থাকবে। কমিশন আশা করছে, আসন্ন বৈঠকগুলোতে আরও ফলপ্রসূ অগ্রগতি অর্জন সম্ভব হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin