প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১১:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৫, ১০:০৭ এ.এম
বোট ক্লাবের লেকে মিলল নিখোঁজ ঢাবি শিক্ষার্থীর লাশ

তিন দিন নিখোঁজ থাকার পর বগুড়ার শাজাহানপুর উপজেলার বোট ক্লাবের লেকে পাওয়া গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিকের (৩০) মরদেহ।
রোববার (২৯ জুন) বেলা সাড়ে ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের পাশেই বি-ব্লক বোট ক্লাব এলাকার লেকে মরদেহটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত সৌমিক বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর গ্রামের তৌফিকুর রহমানের ছেলে। তিনি পরিবারসহ বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় বসবাস করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর হাঁটতে বের হন সৌমিক। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। সেই রাত থেকেই তাঁর মোবাইল ফোনও বন্ধ ছিল।
নিখোঁজের পরদিন শুক্রবার সকালে সৌমিকের বাবা তৌফিকুর রহমান বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর–২১৫২) করেন। এরপর থেকে স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
ওসি শফিক আরও জানান, “উদ্ধারকৃত মরদেহটি ঢাবির সাবেক শিক্ষার্থী সৌমিকের, তা তাঁর পরিবার নিশ্চিত করেছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin