প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১০:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৫, ১০:০৫ এ.এম
১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা

৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। একইসঙ্গে ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
রোববার (২৯ জুন) দুপুরে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম বিকেল ২টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানান।
তিনি লেখেন, “উপদেষ্টা পরিষদ ১৬ জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। ৮ আগস্টের জন্য কোনো বিশেষ উদযাপন হবে না।”
এর আগে গত বুধবার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাসীন সরকারের পতনের পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই দিনটিকে (৮ আগস্ট) 'নতুন বাংলাদেশ দিবস' হিসেবে ঘোষণা করে সরকার। পরিপত্রে দিবসটি প্রতি বছর যথাযথ মর্যাদায় পালনের নির্দেশ দিয়ে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত তালিকায় দিবসটি ‘খ’ শ্রেণিভুক্তও করা হয়।
তবে কয়েক দিনের মধ্যেই সেই সিদ্ধান্ত থেকে সরে এলো অন্তর্বর্তী সরকার। যদিও ৫ আগস্ট ও ১৬ জুলাই এখন থেকে জাতীয় দিবস হিসেবে পালিত হবে—এমনটিই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে উপদেষ্টা পরিষদ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin