প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ২:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৫, ৬:৪৯ এ.এম
কুমিল্লায় ধর্ষণের ঘটনার ভিডিও ভাইরাল করা ৩ গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীর ধর্ষণের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৯ জুন) রাতে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামে। সেখানে ভুক্তভোগী (২৫), দুই সন্তানের জননী ও হিন্দু সম্প্রদায়ের সদস্য, বাবার বাড়িতে বেড়াতে আসেন। এই সময় স্থানীয় এক যুবক ফজর আলী (৩৮) ছুরি দেখিয়ে তার ঘরে ঢুকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। ফজর আলী ঐ এলাকার শহীদ মিয়ার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত ফজর আলীকে আটক করে গণধোলাই দেয়। তবে পরে সে পালিয়ে যায়। এ সময় কিছু লোক ভিকটিমের ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে এবং ধর্ষককে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে। সেই সঙ্গে ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়া ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে পুলিশ সুপার জানান, ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। ধর্ষণের মূল অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin