প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১০:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৫, ৬:১১ এ.এম
সাতক্ষীরায় সুন্দরবন ফাউন্ডেশনের উদ্যোগে সাইকেল র্যালি

জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধ ও বৈশ্বিক সহযোগিতার আহ্বানে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সাইকেল র্যালি। “গ্লোবাল ডে অফ অ্যাকশন ২০২৫” উপলক্ষে সুন্দরবন ফাউন্ডেশনের আয়োজনে ও ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ ও ‘ওয়াটার কিপারস বাংলাদেশ’-এর সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়।
শনিবার (২৮ জুন) সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে “ঋণ বাতিল করো, কয়লা বিদ্যুৎ বন্ধ করো, অর্থায়ন নিশ্চিত করো” এমন নানা স্লোগান লেখা ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে র্যালি শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি আবার শহীদ রাজ্জাক পার্কে এসে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ধনী দেশগুলোকে জলবায়ু সংকটে দায় নিতে হবে। বাংলাদেশসহ অন্যান্য উন্নয়নশীল দেশকে দেওয়া ঋণের বোঝা কমিয়ে তাদের প্রকৃত ক্ষতিপূরণ দিতে হবে। বক্তারা বিশেষভাবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, ইউএই, জার্মানি, সুইজারল্যান্ড ও বেলজিয়ামকে পাচারকৃত অর্থ ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
সভায় প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা পরিবেশ ক্লাবের সভাপতি ও পরিবেশ অধিদপ্তরের ইসিএ সদস্য অধ্যাপক মোজাম্মেল হোসেন। আরও বক্তব্য রাখেন ইসিএ সদস্য সাকিবুর রহমান বাবলা, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, ওসিসি কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, ইয়ুথ লিডার হৃদয় মন্ডল এবং শিক্ষার্থী উম্মে ফাতেমা উর্মি ও পূজা ঘোষ।
সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন সুন্দরবন ফাউন্ডেশনের সদস্য, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও পরিবেশপ্রেমী তরুণ-তরুণীরা। অংশগ্রহণকারীরা বলেন, “পরিবেশ রক্ষায় তরুণদের জেগে উঠতে হবে, কারণ আজকের সিদ্ধান্তই ভবিষ্যতের পৃথিবী গড়বে।”
এই কর্মসূচির মাধ্যমে স্পষ্ট হয়—জলবায়ু পরিবর্তন এখন আর কেবল আলোচনার বিষয় নয়, এটি এখনই কাজ করার সময়। সুন্দরবন, নদী ও প্রাণ-প্রকৃতির সুরক্ষায় এ ধরনের সচেতনতা কার্যক্রম বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin