প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১০:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৫, ৬:০৮ এ.এম
পিরোজপুরের মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর কর্মীশিক্ষা শিবির অনুষ্ঠিত

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী এক কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুন) উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
উক্ত শিক্ষা শিবিরের সভাপতিত্ব করেন পিরোজপুর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং মঠবাড়িয়া উপজেলা আমীর অধ্যাপক শরীফ মোহাম্মদ আব্দুল জলিল। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি আবুল কালাম আজাদ।
শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য এবং বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওলানা এ.কে.এম. ফখরুদ্দিন খান রাযি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, পেশাজীবী বিভাগের জেলা সভাপতি ড. আব্দুল্লাহীল মাহমুদ এবং পটুয়াখালী জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ।
শিক্ষা শিবিরে জামায়াতের নীতি ও আদর্শ, সাংগঠনিক উন্নয়ন, কর্মীদের দায়িত্ববোধ এবং ইসলামী আন্দোলনের গতি-প্রকৃতি নিয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ কর্মীদের ধর্মীয় ও সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
শিবিরে আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা আফজাল হোসাইন, বায়তুলমাল সেক্রেটারি মোহাম্মদ আল-আমিন, প্রচার সেক্রেটারি মাওলানা আবুল বাশার, পৌর আমীর আব্দুল মালেক মীর, রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক ছগির মিয়া এবং অধ্যাপক নাজমুস সা'দাত, অধ্যাপক আবু সাঈদ জসিম, অধ্যাপক কামরুল ইসলাম, মাস্টার মো: হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের কর্মী শিক্ষার উদ্দেশ্যে এ ধরণের শিবির প্রায় নিয়মিতভাবে আয়োজন করে থাকে। এসব আয়োজনের মাধ্যমে রাজনৈতিক ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে দলীয় কাঠামোকে শক্তিশালী করার চেষ্টা চালানো হয়।
শিক্ষা শিবিরটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কর্মীরা আগ্রহ সহকারে অংশগ্রহণ করেন বলে জানান আয়োজকেরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin