প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৬:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৫, ৯:৪৬ এ.এম
বগুড়ায় চাচীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ২ যুবক গ্রেপ্তার

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় চাচীর গোসলের সময় গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে মাহমুদুল হাসান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
অভিযানে তার সঙ্গে থাকা সজিব মিয়া (২৪) নামে অপর এক যুবককেও মাদকদ্রব্য সেবনের সরঞ্জাম ও ধারালো অস্ত্রসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুজনকেই দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের পারতিত পরল উত্তর পাড়া গ্রামের বাসিন্দা মাসুদ পারভেজের ছেলে মাহমুদুল হাসান সম্প্রতি নিজ বাড়ির ছাদ থেকে মোবাইল ফোনে তার চাচীর গোসলের ভিডিও গোপনে ধারণ করেন। পরে সেই আপত্তিকর ভিডিও তিনি ইমো অ্যাপে পাঠান তার চাচার কাছে, যিনি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। ভিডিও প্রকাশ না করার শর্তে মাহমুদুল ওই চাচার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ উঠে।
এই ঘটনায় ভুক্তভোগী সরাসরি অভিযোগ জানান সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পে। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সেনা সদস্যরা অভিযান চালিয়ে মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করে। এ সময় তার সঙ্গে থাকা বন্ধু, অন্তারপাড়া গ্রামের এনামুল হকের ছেলে সজিব মিয়াকেও আটক করা হয়।
অভিযানের সময় তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা ও হেরোইন সেবনের সরঞ্জাম, একটি বার্মিজ চাকু ও দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
পরবর্তীতে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত তথ্যপ্রযুক্তি আইনে মাহমুদুল হাসান এবং অস্ত্র ও মাদকদ্রব্য সংরক্ষণের দায়ে সজিব মিয়াকে দুই মাস করে কারাদণ্ড দেন।
এ বিষয়ে সারিয়াকান্দি ইউএনও শাহরিয়ার রহমান বলেন, “চাচীর আপত্তিকর ভিডিও ধারণ এবং মাদকসেবনের উপকরণ ও ধারালো অস্ত্র রাখার দায়ে দুইজনকে সাজা দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin