প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৫, ৯:৩৫ এ.এম
বর্ষার ঘণঘটা: আবহাওয়ার নতুন বার্তায় জারি সতর্কতা!

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার আশপাশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ তৈরি হতে পারে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে।
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী পাঁচ দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং মঙ্গলবারের পর তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে নিম্নাঞ্চল ও উপকূলীয় এলাকায় জনজীবনে কিছুটা প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin