প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১০:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৫, ৯:২৬ এ.এম
পারিবারিক কলহের জেরে গৃহ বধুর আত্মহত্যা

মাদারীপুরের শিবচর পৌরসভার গুয়াতলা গ্রামে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জামিলা বেগম (২২) নামে এক গৃহবধূ। শুক্রবার (২৭ জুন) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যে জানা গেছে, স্বামীর নির্যাতন ও দাম্পত্য কলহের জেরেই এ আত্মহননের পথ বেছে নেন তিনি।
নিহতা জামিলা বেগম শিবচর উপজেলার শিবরায়ের কান্দির সোনামিয়া খানের মেয়ে। তিনি তার স্বামী মোস্তফা মুসা ও ১৮ মাস বয়সী একমাত্র সন্তানকে নিয়ে শিবচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন। মোস্তফা মুসা রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাসিন্দা এবং পেশায় একজন ভ্যানচালক।
স্বামী মোস্তফা মুসা জানান, “বিকেল ৪টার দিকে আমি ভ্যান চালাতে বের হই। কিছুক্ষণ পর বাসায় ফিরে দেখি জামিলা ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছে। সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তবে নিহতের পরিবারের ভাষ্য অনুযায়ী, এটি নিছক আত্মহত্যা নয়। পরিবারের দাবি, মোস্তফা মুসা দীর্ঘদিন ধরে অন্য নারীদের সঙ্গে সম্পর্ক রাখতেন। এই নিয়ে দাম্পত্য জীবনে প্রায়ই ঝগড়া হতো। জামিলাকে শারীরিকভাবেও নির্যাতন করা হতো বলে অভিযোগ করেন তারা। আরও জানা গেছে, স্বামী কিস্তির টাকা তুলে তা পরিবারের কাজে না লাগিয়ে অন্য নারীদের সঙ্গে ফূর্তিতে ব্যয় করতেন।
ঘটনার খবর পেয়ে শিবচর থানা পুলিশ দ্রুত হাসপাতালে যায় এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মাত্র ২২ বছর বয়সী এক তরুণীর করুণ মৃত্যু স্থানীয়দের হৃদয়বিদারক করে তুলেছে। সেই সঙ্গে ১৮ মাস বয়সী একটি শিশু মায়ের স্নেহ থেকে চিরতরে বঞ্চিত হলো।
এই ঘটনা আমাদের সমাজে নারী নির্যাতন ও পারিবারিক সহিংসতা নিয়ে নতুন করে ভাবিয়ে তুলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, গৃহবধূদের মানসিক স্বাস্থ্যসেবা এবং নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা ও আইন প্রয়োগের বিষয়টি আরও শক্তিশালী করা দরকার।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin