গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাং এর ৮ সদস্য আটক

মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় কিশোর অপরাধ দমনে বড়সড় সাফল্য পেয়েছে যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ‘ডেমন বয়েজ’ নামক একটি কিশোর গ্যাংয়ের ৮ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) রাত ১০টা ৩০ মিনিটে কাশিয়ানীর মহেশপুর রেল স্টেশন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন ইস্তেখার তৌহিদ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)। যৌথ বাহিনীর সদস্যরা স্থানীয় প্রশাসনের সমন্বয়ে অভিযান পরিচালনা করেন। এতে আটক হওয়া কিশোররা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী তৎপরতা, মাদক সেবন ও গ্যাং কালচারে যুক্ত ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
আটককৃতদের সবাই কাশিয়ানী উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং প্রত্যেকের বয়স ২০ বছর। তাদের মধ্যে রয়েছে মো. জিসান, মো. হামজা মুন্সী, মো. ইয়ামিন শরীফ, মো. বেলাল মোল্লা, মো. ইনতেমাম, মো. অনিক মাহমুদ, মো. আশিক মুন্সী ও মো. হামিম শেখ। প্রত্যেকেই ‘ডেমন বয়েজ’ গ্যাংয়ের সক্রিয় সদস্য হিসেবে এলাকায় পরিচিত।
অভিযানে তাদের কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা, একটি কল্কি এবং ৮টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসব সরঞ্জাম গ্যাং সদস্যদের অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। প্রশাসন এলাকাবাসীকে গ্যাং কালচারের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে কিশোর গ্যাংয়ের বিস্তার একটি উদ্বেগজনক বিষয় হয়ে উঠেছে। এদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা না নিলে সমাজে অপরাধের মাত্রা আশঙ্কাজনক হারে বাড়তে পারে। কাশিয়ানীতে পরিচালিত এই সফল অভিযান ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।